জলঢাকা কলেজটি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত। কলেজটি শহরের উত্তর প্রান্তে ষ্টেডিয়াম সংলগ্ন ১১.০২ একর জমির উপর প্রতিষ্ঠিত। কলেজটির ৩ তলা বিশিষ্ট ভবন সংখ্যা ৩ টি, ১ তলা বিশিষ্ট ভবন ৩টি ও টিন শেট ভবন ৩ টি। এ ছাড়াও একটি জামে মসজিদ, খেলার মাঠ, ছাত্র/ছাত্রীদেও কমনরুম, একটি সু-বিশাল পুকুর, সাইকেল গ্যারেজ ও কলেজের বনজ, ফলজ ও ঔষধি গাছের বাগান রয়েছে।
এখানে দিনাজপুর শিক্ষাবোর্ডে অধীনে এইচ.এস.সি , জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী (পাশ) ও ১১ টি বিষয়ে অনার্স কোর্সে পাঠদান করা হয়। এইচ.এস.সি , ডিগ্রী (পাশ) ও অনার্স কোর্সে প্রায় ৪৫০০ শিক্ষার্থী রয়েছে। বর্তমানে শিক্ষক সংখ্যা ৯৮ জন ও কর্মচারী সংখ্যা ১৭ জন।
জলঢাকা সরকারি কলেজ (জলঢাকা ডিগ্রি কলেজ) হল বাংলাদেশের নীলফামারী জেলার জলঢাকা উপজেলা শহরে অবস্থিত একটি সরকারি মহাবিদ্যালয়। কলেজটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এ শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাশ ও সম্মান) পর্যায়ে শিক্ষাদান করে থাকে। এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত। জলঢাকা কলেজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও কলেজ পরিচালনা কমিটি দ্বারা পরিচালিত হয়। বর্তমানে এ কলেজে ৯৮ জন শিক্ষক ও ১৭ জন কর্মচারী রয়েছে।
জলঢাকা কলেজটি ১৯৭২ সালের ১লা জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। ২০১৪ সালে এ কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান কোর্স চালু হয়।[১] ২০১৬ সালে সরকার প্রতিটি উপজেলার একটি করে কলেজ সরকারিকরণ করার ঘোষণা দেয়,[২] পরে ২০১৮ সালের ৮ আগস্টে প্রকাশিত প্রজ্ঞাপনে জলঢাকা কলেজকে সরকারিকরণ করা হয়।[৩] এবং নামের সাথে সরকারি যোগ হয়ে জলঢাকা সরকারি কলেজ হয়।